Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বড়পোতার মোকামটিলা
স্থান
বাইপাস রোড সংলগ্ন রায়গড়-দত্তরাইল
কিভাবে যাওয়া যায়
গোলাপগঞ্জ চৌমুহনী থেকে ৭কি.মি. বাসে যাওয়া যায়।
বিস্তারিত

হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ গৌছ (রহ.) ও শাহ তাজ মালিক (রহ.) ধর্মপ্রচারের জন্য ঢাকাদক্ষিণ পরগণার রায়গড়-দত্তরাইল গ্রামে টিলার উপর আবাস গড়েন। তাঁদের মৃত্যুর পর এখানেই তাঁদের দাফন করা হয়।

বর্তমানে সুউচ্চ টিলার উপর তাঁদের মাজার রয়েছে। প্রতি বৃহস্পতিবার এখানে ধর্মীয় আসর বসে।