ঢাকাদক্ষিণ ইউনিয়নে বৈঞ্চব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেব’র পৈতৃক বাড়ি ও তৎসংলগ্ন মন্দির ছাড়াও আরো অনেকগুলো মন্দির আছে। যেমন কানিশাইল গ্রামে অবস্থিত গোপেশ্বর শিববাড়ী । এটি একটি প্রাচীন মন্দির্ । নিচে এগুলোর বিবরণ দেওয়া হল।
বৈঞ্চব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেব’র পৈতৃক নিবাস গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অবস্থিত। নবদ্বীপে জন্মগ্রহণকারী শ্রী চৈতন্য (যিনি নিমাই সন্নাসী নামেও পরিচিত) দেব প্রায় সাড়ে পাঁচশত বছর পূর্বের চৈত্র মাসের প্রথম রবিবারে ঢাকাদক্ষিণ নিজ পৈতৃক বাড়ীতে এসেছিলেন বলে ধারণা করা হয়।
তাঁর এই আগমনকে স্মরণীয় রাখতে প্রতিবছর চৈত্র মাসের রবিবার থেকে মাসব্যাপী মেলা ও ধর্মীয় উৎসব পালন করা হয়। স্থানীয়ভাবে এই মেলাটি বারণী নামে পরিচিত।
শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই ঠাকুরবাড়ী সমগ্র ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পূজনীয়। প্রতিবছর দুর্গাপূজা, স্বরসতী পূজা, রথযাত্রা প্রভৃতি ধর্মীয় উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা ছুটে ভক্তির টানে কিংবা প্রাণের আবেগে।
দর্শণার্থীদের রাতযাপনের জন্য রয়েছে কয়েকশত মিটার দূরে জেলা পরিষদের মালিকানাধীন ডাক বাংলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস