কানিশাইল শিববাড়ী মন্দিরটি প্রায় ৬০০ বছরের পুরনো প্রাচীন মন্দির। কৈলাশ শৃঙ্গের শিবছড়া খালের ডানপাশে কানিশাইল গ্রামে এটি অবস্থিত।
এই অঞ্চলেরসিনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র।
এখানে আছে মূল মন্দিরের ভিতরে শিবলিঙ্গ, একটি পাকা মঠ ১টি কালাচাদ মন্দির, ১টি সিতুলী মন্দির।
প্রতিবছর এখানে জাকজমকভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস