সমগ্র সিলেটের অন্যতম সেরা দর্শনীয় স্থান হল কৈলাশটিলা। একইসাথে বাংলাদেশের একমাত্র খনিজ তেলক্ষেত্রও এটি। বিশ্ববিখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.) এর ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহনূর (রহ.) স্থানয়ি হিন্দু ধর্মীয় উপাসককে পরাজিত করে এখানে আস্তানা গাড়েন। তাঁর ইবাদতের জন্য এখানে একটি গুহা নির্মাণ করেন যা আজও বিদ্যমান। ধর্মীয় গুরুত্বের কারণে কৈলাশটিলা স্থানীয় ইসলাম ও হিন্দু ধর্মাবলম্বী উভয়ের কাছে একটি পবিত্র স্থান। প্রায় ২০০ ফুট উঁচুতে অবস্থিত কৈলাশটিলা দর্শনে প্রতি বৃহস্পতিবার প্রচুর লোক সমাগম ঘটে।
অপরদিকে কৈলাশটিলা বাংলাদেশের একমাত্র খনিজতেলক্ষেত্র হওয়ায় জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অনেক। কৈলাশটিলা একইসাথে খনিজতেল এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস