হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ গৌছ (রহ.) ও শাহ তাজ মালিক (রহ.) ধর্মপ্রচারের জন্য ঢাকাদক্ষিণ পরগণার রায়গড়-দত্তরাইল গ্রামে টিলার উপর আবাস গড়েন। তাঁদের মৃত্যুর পর এখানেই তাঁদের দাফন করা হয়।
বর্তমানে সুউচ্চ টিলার উপর তাঁদের মাজার রয়েছে। প্রতি বৃহস্পতিবার এখানে ধর্মীয় আসর বসে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS