Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কৈলাশটিলা
Location
দক্ষিণ কানিশাইল, ২নং ওয়ার্ড, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ, গোলাপগঞ্জ, সিলেট।
Transportation
ঢাকাদক্ষিণ চৌমুহনী থেকে পায়ে হেটে যেতে প্রায় ৪০ মিনিট এবং অটোরিক্সায় যেতে ১০-১৫ মিনিট সময় লাগে।
Details

সমগ্র সিলেটের অন্যতম সেরা দর্শনীয় স্থান হল কৈলাশটিলা। একইসাথে বাংলাদেশের একমাত্র খনিজ তেলক্ষেত্রও এটি। বিশ্ববিখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.) এর ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহনূর (রহ.) স্থানয়ি হিন্দু ধর্মীয় উপাসককে পরাজিত করে এখানে আস্তানা গাড়েন। তাঁর ইবাদতের জন্য এখানে একটি গুহা নির্মাণ করেন যা আজও বিদ্যমান। ধর্মীয় গুরুত্বের কারণে কৈলাশটিলা স্থানীয় ইসলাম ও হিন্দু ধর্মাবলম্বী উভয়ের কাছে একটি পবিত্র স্থান। প্রায় ২০০ ফুট উঁচুতে অবস্থিত কৈলাশটিলা দর্শনে প্রতি বৃহস্পতিবার প্রচুর লোক সমাগম ঘটে।

অপরদিকে কৈলাশটিলা বাংলাদেশের একমাত্র খনিজতেলক্ষেত্র হওয়ায় জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অনেক। কৈলাশটিলা একইসাথে খনিজতেল এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।