গোলাপগঞ্জ উপজেলার শিক্ষাদীক্ষার মডেল বলা হয় ঢাকাদক্ষিণ ইউনিয়নকে। উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ এ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অবস্থিত। ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ (যা পূর্বে ঢাকাদক্ষিণ ডিগী কলেজ নামে পরিচিত ছিল) ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এ প্রতিষ্ঠানে ৪টি বিষয়ে স্নাতকসহ বি.এ., ডিগ্রী এবং ইন্টারমিডিয়েট কোর্স চালু আছে।
প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষের নাম অধ্যাপক অণুরঞ্জন দাস।
ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ এই অঞ্চলের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। কানিশাইল, রায়গড়, দত্তরাইল, শীলঘাট, নগর বারকোট প্রভৃতি গ্রামের কিছু শিক্ষানুরাগী ব্যক্তির আন্তরিক প্রচেষ্ঠায় দত্তরাইল গ্রামের নয়নাভিরাম স্থানে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ। বর্তমানে এ কলেজে ৪টি বিষয়ে স্নাতক কোর্স চালু হওয়ায় প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত হয়েছে।
বর্তমান সভাপতি | আব্দুল মুতলিব গ্রাম:দক্ষিণ কানিশাইল,ডাকঘর:ঢাকাদক্ষিণ উপজেলা:গোলাপগঞ্জ,জেলা:সিলেট। |
সদস্যবৃন্দ | ১। মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার পিতা: মৃত ইসবর আলী চাকলাদার গ্রাম:কানিশাইল,ডাকঘর:ঢাকাদক্ষিণ উপজেলা:গোলাপগঞ্জ,জেলা:সিলেট।
২। আব্দুশ শহীদ জিলা গ্রামঃ দত্তরাইল, ডাকঘর:ঢাকাদক্ষিণ উপজেলা:গোলাপগঞ্জ,জেলা:সিলেট।
৩। নাম: সাহাব উদ্দিন গ্রাম ঃ রায়গড়,ডাকঘর:ঢাকাদক্ষিণ উপজেলা:গোলাপগঞ্জ,জেলা:সিলেট।
৪।নাম: উস্তার আলী গ্রাম ঃ কানিশাইল, ডাকঘর:ঢাকাদক্ষিণ, উপজেলা:গোলাপগঞ্জ,জেলা:সিলেট।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS